
ছবি: সংগৃহীত
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সিন্ধু নদের পানিপ্রবাহে হস্তক্ষেপ করলে ভারতকে সামরিক প্রতিক্রিয়ার মুখে পড়তে হবে। শুক্রবার পাকিস্তানের জিও নিউজের জনপ্রিয় টেলিভিশন শো ‘নয়া পাকিস্তান’-এ অতিথি হিসেবে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।
সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, “শুধু গুলি বা বোমা ছুঁড়ে আগ্রাসন হয় না। পানি থামানো, দিক পরিবর্তন করাও একধরনের নীরব আগ্রাসন। কারণ পানির প্রবাহ বন্ধ হয়ে গেলে লাখ লাখ মানুষ ক্ষুধা ও তৃষ্ণায় মারা যেতে পারে। এটি মানবিক বিপর্যয় ডেকে আনবে।”
তিনি জোর দিয়ে বলেন, “ভারত যদি সিন্ধু নদের ওপর কোনো ধরনের বাঁধ বা পানি সংরক্ষণ প্রকল্পের মাধ্যমে এর প্রবাহে বাধা দেওয়ার চেষ্টা করে, তাহলে আমরা তা সহ্য করব না। পাকিস্তান নিশ্চিতভাবেই সামরিক পদক্ষেপ নেবে এবং সেই ধরনের স্থাপনা ধ্বংস করবে।”
উল্লেখ্য, ১৯৬০ সালে স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি অনুযায়ী ভারত ও পাকিস্তান সিন্ধু নদ এবং এর শাখা নদীগুলোর পানি ভাগ করে নেওয়ার বিষয়ে একমত হয়েছিল। চুক্তির আওতায় তিনটি নদীর পানি ব্যবহারে পাকিস্তান এবং বাকি তিনটির ওপর ভারতের নিয়ন্ত্রণ রয়েছে। তবে চুক্তি অনুযায়ী ভারতের কোনো স্থাপনার কারণে পাকিস্তানে পানিপ্রবাহ ব্যাহত হওয়া চলবে না।
সাম্প্রতিক বছরগুলোতে ভারত বেশ কয়েকটি জলবিদ্যুৎ প্রকল্প হাতে নেওয়ায় পাকিস্তানে উদ্বেগ বেড়েছে। বিশেষ করে কাশ্মীর অঞ্চলে বাঁধ নির্মাণ নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।
ফারুক