
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ধারিত পারমাণবিক আলোচনা স্থগিত হওয়ার পর, ইরান আবারও জানিয়ে দিল—তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পূর্ণ অধিকার রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ইরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু জ্বালানি তৈরি করছে এবং এনপিটি চুক্তির অধীনে এ অধিকার বৈধ।
তিনি আরও জানান, বেশ কয়েকটি দেশ ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, অথচ পরমাণু অস্ত্র তৈরি করছে না। ইরানও সেই পথেই রয়েছে।
অন্যদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানকে এই কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়ে বলেন, যেসব দেশ ইউরেনিয়াম সমৃদ্ধ করে, তারাই সাধারণত পরমাণু অস্ত্র রাখে।
চতুর্থ দফার আলোচনা ওমানে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও হঠাৎ করে তা স্থগিত হয়। দুই দেশের পারস্পরিক বক্তব্য ও অবস্থান থেকে বোঝা যাচ্ছে, পারমাণবিক আলোচনা এগিয়ে নিতে আরও কৌশলী এবং নমনীয় উদ্যোগ প্রয়োজন। তথ্যসূত্র: আল-জাজিরা
এসএফ