
ছবি সংগৃহীত
ইসরায়েলি সামরিক বাহিনী কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি ব্যবহার করে হামাস নেতাদের শনাক্ত ও হত্যার কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।
প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের অক্টোবরে একটি বড় ধরনের বিমান হামলায় ইসরায়েলি বাহিনী সেন্ট্রাল জাবালিয়া ব্যাটালিয়নের কমান্ডার ইব্রাহিম বিআরিকে হত্যায় সফল হয়। এই হামলায় AI দ্বারা পরিমার্জিত একটি অডিও ট্র্যাকিং টুল ব্যবহার করা হয়েছিল, যা বিআরির ফোনকলের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়।
এই অভিযানে ১০০ জনের বেশি বেসামরিক মানুষ নিহত হন। যাদের বেশিরভাগই ছিল গাজার জাবালিয়ায় আশ্রয় নেওয়া সাধারণ মানুষ।
প্রযুক্তিটি মূলত এক দশক আগে তৈরি করা হয়েছিল, তবে ২০২৩ সালে এতে AI প্রযুক্তি সংযুক্ত করে আরও কার্যকরী করা হয়। ফোনকলের স্থান নির্ধারণের মাধ্যমে নির্দিষ্ট টার্গেটে হামলা চালানো হচ্ছে, কিন্তু এই পদ্ধতি গুরুতর ভুল শনাক্তকরণেও দায়ী হচ্ছে বলে জানাচ্ছেন ইসরায়েল ও মার্কিন কর্মকর্তারা।
আশিক