ঢাকা, বাংলাদেশ   রোববার ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

কাশ্মীরে বেছে বেছে শুধু পুরুষদের হত্যা! কী উদ্দেশ্য?

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৮:২৭, ২৪ এপ্রিল ২০২৫; আপডেট: ০৯:১০, ২৪ এপ্রিল ২০২৫

কাশ্মীরে বেছে বেছে শুধু পুরুষদের হত্যা! কী উদ্দেশ্য?

ছবিঃ সংগৃহীত

কাশ্মিরে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ হামলায় বন্দুকধারীরা পরিকল্পিতভাবে শুধুমাত্র পুরুষদের হত্যা করেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা, যাদের বরাতে তথ্য প্রকাশ করেছে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম। হামলায় নিহত সকলেই ছিলেন পর্যটক।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাম এলাকায় এই হামলার লক্ষ্যবস্তু ছিল পর্যটকরাই। প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারীরা নারী পর্যটকদের কোনো ক্ষতি না করে কেবল পুরুষদেরই টার্গেট করেছে, যা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন ও রহস্য।

এই ঘটনার দায় স্বীকার করেছে ‘দ্য রেজিস্ট্যান্স ফোর্স’ নামের একটি সংগঠন, যেটি ২০১৯ সালে আত্মপ্রকাশ করে এবং যাকে ভারত সরকার ইতোমধ্যেই সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। তবে সংগঠনটি খুব একটা পরিচিত নয়।

হামলার পর কাশ্মীরে আতঙ্ক বিরাজ করছে এবং নিরাপত্তা পরিস্থিতি থমথমে। অনেক পর্যটকই এলাকা ছাড়ছেন নিরাপত্তা ঝুঁকির কারণে। নিহতদের মধ্যে দুজন বিদেশি নাগরিক রয়েছেন— একজন নেপালের এবং অন্যজন সংযুক্ত আরব আমিরাতের।

সূত্র: https://youtu.be/8VgfZRC1N-Y?si

মুমু

আরো পড়ুন  

×