ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রাহায়ণ ১৪৩১

কর্মকর্তাদের বরখাস্ত করতে তালিকা করছেন ট্রাম্প!

প্রকাশিত: ২৩:২১, ১৪ নভেম্বর ২০২৪

কর্মকর্তাদের বরখাস্ত করতে তালিকা করছেন ট্রাম্প!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সামরিক সদরদপ্তর পেন্টাগনের একঝাঁক কর্মকর্তাকে বরখাস্তে তালিকা তৈরি শুরু করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুগত নীতি নির্ধারকরা। এমনকি এ তালিকায় রয়েছে মার্কিন সেনাবাহিনীর বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাও। বিশ্লেষকরা মনে করছেন এমনটা বাস্তবায়ন করা হলে বেশ বড় এক ধাক্কা খাবে দেশটির প্রতিরক্ষা বিভাগ।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রতিরক্ষা দপ্তরের যেসব কর্মকর্তাকে বরখাস্ত করা হবে, তাদের তালিকা করছে সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণ প্রক্রিয়ার কাজে যুক্ত ট্রানজিশন টিম। বরখাস্তের সম্ভাব্য তালিকায় মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ অন্তর্ভুক্ত হতে পারেন।

গেল ৫ নভেম্বর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প নিজের বিজয়ের পর প্রশাসন সাজানোর কাজ করছেন। তারই অংশ হিসেবে নিজের অনুগতদের নিয়োগে পেন্টাগন কর্মকর্তাদের বরখাস্তের এ পরিকল্পনা করা হচ্ছে।

জানা গেছে, এই পরিকল্পনাটি এখনো প্রাথমিক পর্যায়ে আছে। ট্রাম্পের প্রশাসন গোছানোর প্রক্রিয়া এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে।

এরই মধ্যে বিভিন্ন মহলে গণহারে সামরিক কর্মকর্তাদের বরখাস্ত করার মতো পরিকল্পনার বাস্তবায়নযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। তা ছাড়া ট্রাম্প নিজে এই পরিকল্পনাকে সমর্থন করবেন কি না, তা–ও অস্পষ্ট। অতীতে ট্রাম্পকে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা করতে দেখা গেছে। অবশ্য এসব কর্মকর্তারাও ট্রাম্পের সমালোচনা করেছিলেন।

ট্রাম্প তার নির্বাচনী প্রচারাভিযানের সময় ‘সরব’ জেনারেলদের বরখাস্ত করার বিষয়ে কথা বলেছিলেন। একই সঙ্গে সেসব সামরিক কর্মকর্তা ২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সময় গোলযোগপূর্ণ অবস্থার জন্য দায়ী তাদের বরখাস্তের কথাও জানান।

একটি সূত্র জানায়, ট্রাম্পের প্রশাসন সম্ভবত সেসব মার্কিন সামরিক কর্মকর্তাদের বরখাস্ত করবে, যারা যুক্তরাষ্ট্রের সাবেক সামরিক বাহিনী প্রধান জেনারেল মার্ক মিলের সঙ্গে সংশ্লিষ্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদে মার্ক মিলে ছিলেন মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান। তিনি ট্রাম্পকে ‘ফ্যাসিবাদী’ বলে অভিহিত করেছেন।

আরেকটি সূত্র জানায়, মার্ক মিলে যাদের মার্কিন প্রতিরক্ষা দপ্তরের বিভিন্ন পদে নিযুক্ত করেছেন, তাদের প্রত্যেককে বরখাস্ত করা হবে।

তাসমিম

×