ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৬ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রাহায়ণ ১৪৩১

ইসরাইলি ড্রোন ধ্বংস করল হিজবুল্লাহ

প্রকাশিত: ২২:০২, ১০ নভেম্বর ২০২৪

ইসরাইলি ড্রোন ধ্বংস করল হিজবুল্লাহ

.

দখলদার ইসরাইলের একটি অত্যাধুনিক ড্রোন ধ্বংস করেছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হার্মেস ৪৫০ নামের ড্রোনটি দিয়ে লেবাননে গোয়েন্দা কর্মকান্ড চালাচ্ছিল দখলদাররা। হিজবুল্লাহ জানিয়েছে, এটি ধ্বংস করতে ব্যবহার করা হয়েছে সারফেস টু এয়ার মিসাইল। খবর আলজাজিরার।
সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে, ড্রোনটি ধ্বংস করার পর এটি গিয়ে পড়ে নাবাতিহ নামক একটি এলাকায়। এরপর সেখানে যুদ্ধবিমান দিয়ে হামলা চালায় দখলদাররা। এছাড়া লেবানন সীমান্তবর্তী ইসরাইলের আল-আবাদ নামের একটি সামরিক অবকাঠামো লক্ষ্য করে মিসাইল ছোড়ার দাবিও করেছে হিজবুল্লাহ। এছাড়া অবৈধ বসতি মানারা লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা। আরেক অবৈধ বসতি কিরাত সামোনাতে রকেট ছোড়া হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ। গত ২৬ সেপ্টেম্বর থেকে হিজবুল্লাহর সঙ্গে ইসরাইলের পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়। 

×