ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রাহায়ণ ১৪৩১

ইউক্রেনকে অস্ত্র দেওয়ার ইঙ্গিত দক্ষিণ কোরিয়ার

উ. কোরিয়ার সেনাদের অভিযান শুরু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৩৬, ৯ নভেম্বর ২০২৪

উ. কোরিয়ার সেনাদের অভিযান শুরু

উ. কোরিয়ার সেনাদের অভিযান

রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে উত্তর কোরিয়ার সেনারা। তিন মাস আগে আকস্মিক হামলা চালিয়ে রাশিয়ার কুরস্কের বিশাল অংশ নিজেদের নিয়ন্ত্রণে নেয় ইউক্রেনীয় বাহিনী। তাদের সরিয়ে দিতে কুরস্কে অন্তত ১১ হাজার উত্তর কোরিয়ান সেনা মোতায়েন করেছে রাশিয়া। এদিকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে অস্ত্র সরবরাহের ইঙ্গিত দিয়েছে দক্ষিণ কোরিয়া। রাশিয়ায় উত্তর কোরীয় সেনা মোতায়েনের খবরের পর এমন ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইউন সুক-ইওল। খবর আরটি ও সিএনএনের।
রাশিয়ার সেনাদের সঙ্গে পাশপাশি ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করছে উত্তর কোরিয়ার সেনারা। তারা ইতোমধ্যে ইউক্রেনীয় বাহিনীর ওপর হামলা চালিয়েছে। যদিও এটি সীমিত হামলা। ধারণা করা হচ্ছে, ইউক্রেনীয় সেনাদের দুর্বল জায়গা খুঁজে বের করতে সীমিত এই হামলা চালানো হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি উত্তর কোরিয়ার সেনাদের অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, উত্তর কোরিয়ার ১১ হাজার সেনা বর্তমানে ইউক্রেনের সীমান্তবর্তী রাশিয়ার কুরস্ক অঞ্চলে অবস্থান করছে। কিছু সেনা আমাদের সেনার বিরুদ্ধে হামলায় অংশ নিয়েছে।

সেখানে ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ইউক্রেনীয় নাকি উত্তর কোরিয়ার সেনারা ক্ষয়ক্ষতির শিকার হয়েছে সেটি স্পষ্ট করেননি জেলেনস্কি। নিউইয়র্ক টাইমস দাবি করেছিল, ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে উত্তর কোরিয়ার উল্লেখযোগ্য সেনা নিহত হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে নিউইয়র্ক টাইমসকে এক মার্কিন ও ইউক্রেনীয় সূত্র এ তথ্য জানায়। ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সেনাদের ব্যবহারের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে এখন সেই পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র দেশগুলো। এদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন এক সংবাদ সম্মেলনে বলেন, ইউক্রেন সংঘাতে পিয়ংইয়ংয়ের সম্পৃক্ততা সিউলের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে।

×