ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

অস্ট্রেলিয়ায় হোটেলের ছাদে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটের মৃত্যু 

প্রকাশিত: ১০:৪৯, ১২ আগস্ট ২০২৪

অস্ট্রেলিয়ায় হোটেলের ছাদে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটের মৃত্যু 

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছেন।

অস্ট্রেলিয়ায় হোটেলের ছাদে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। তারা ওই হোটেলের গেস্ট।

সোমবার (১২ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কুইন্সল্যান্ড শহরের কেয়ার্নসের একটি হোটেলের ছাদে তাদের হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর একজন পাইলট মারা গেছেন। সোমবার স্থানীয় সময় গভীর রাত ১টা ৫০ মিনিটে হেলিকপ্টারটি হিলটন হোটেলের ডাবলট্রিতে আঘাত হানে। 

এতে করে সেখানে আগুন ছড়িয়ে পড়ে এবং হোটেলের শত শত অতিথিকে সরিয়ে নিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ বলছে, পাইলটই ছিলেন হেলিকপ্টারটির একমাত্র আরোহী এবং তিনি ঘটনাস্থলেই মারা যান। এছাড়া দুর্ঘটনায় হোটেলের দুই অতিথি আহত হয়েছেন। আহত ওই দুই অতিথি বয়স্ক নারী ও পুরুষ এবং তাদেরকে স্থিতিশীল অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।

কুইন্সল্যান্ড পুলিশ এবং এভিয়েশন সেফটি ওয়াচডগ দুর্ঘটনার পরিস্থিতির তদন্ত করছে। এই কোম্পানি বলেছে, হেলিকপ্টারটি ‘অননুমোদিত’ উড্ডয়নে ছিল।

কেয়ার্নসের প্রধান এসপ্ল্যানেডের হোটেলে থাকা আমান্ডা কে বৃষ্টির আবহাওয়ায় আলো ছাড়াই ওই হেলিকপ্টারকে ‘অতিরিক্ত নিচুতে’ উড়তে দেখার কথা জানিয়েছেন।

তিনি বলেন, ‘(এটি) ঘুরতে ঘুরতে বিল্ডিংয়ে আঘাত করে এবং ‘বিস্ফোরিত হয়’।

অপর এক পথচারী বলেন, বিধ্বস্ত হওয়ার আগে তিনি হেলিকপ্টারটিকে হোটেলের পাশ দিয়ে দুবার উড়তে দেখেছেন।

তাসমিম

×