ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

ভূমিকম্পে প্রভাব ফেলে তুষারপাত-বৃষ্টি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:২৯, ২০ মে ২০২৪

ভূমিকম্পে প্রভাব ফেলে তুষারপাত-বৃষ্টি

উত্তর জাপানের নোটো উপদ্বীপে ভূমিকম্প

দীর্ঘদিন ধরেই বিজ্ঞানীদের প্রচলিত ধারণা, সাধারণত পৃথিবীপৃষ্ঠের নিচে থাকা বিভিন্ন প্লেটের নড়াচড়ার কারণে ভূমিকম্প হয়। তবে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) সাম্প্রতিক এক গবেষণা বিজ্ঞানীদের সে ধারণায় নতুন মোড় এনেছে। এমআইটির গবেষণা অনুসারে, ভূমিকম্প কখন ও কীভাবে হয়, তাতে প্রভাব থাকতে পারে ভারি তুষারপাত ও বৃষ্টির মতো ঘটনার।

এমআইটির সহকারী অধ্যাপক ও এ গবেষণার অন্যতম লেখক উইলিয়াম ফ্রাঙ্কের ব্যাখ্যানুসারে, ভারি তুষারপাত বা বৃষ্টির ভর ভূগর্ভস্থ চাপকে পরিবর্তন করতে পারে, যা পৃথিবী চলাচলের গতিবিধিতেও প্রভাব ফেলে। এর কারণ হলো, ওই বাড়তি ভর পৃথিবীর ফাটলে থাকা ভূগর্ভস্থ তরলের চাপ বাড়ায়, যা পরবর্তীতে গিয়ে ভূমিকম্পের রূপ নিতে পারে। বিজ্ঞানভিত্তিক জার্নাল সায়েন্স অ্যাডভান্সেসে প্রকাশিত এক গবেষণায় উঠে এসেছে, জলবায়ু ও ভূমিকম্পের মধ্যে একটি সংযোগ আছে। বিশেষ করে উত্তর জাপানের নোটো উপদ্বীপে ভূমিকম্পের গতিবিধি নিয়ে করা সাম্প্রতিক গবেষণায় বিষয়টি আরও স্পষ্ট হয়েছে। -ইয়াহু নিউজ

×