ইউকে ভিজিট।
যেকোনো বাংলাদেশি নাগরিক চাইলে ইউকে ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারেন। ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে যতবার ইচ্ছা ততবার যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবেন।
ইউকে ট্যুরিস্ট ভিসা আবেদনের জন্য কিছু বেসিক ডকুমেন্ট প্রয়োজন, তবে লক্ষ রাখতে হবে যেন প্রতিটি ডকুমেন্ট ভ্যালিড অর্থাৎ বৈধ এবং নির্ভুল হয়। একনজরে দেখে নেওয়া যাক ইউকে ট্যুরিস্ট ভিসা আবেদনের মূল ডকুমেন্টগুলো-
১. বৈধ পাসপোর্ট (অন্ততঃ ৬ মাস মেয়াদ থাকতে হবে) এবং পুরানো পাসপোর্ট (যদি পূর্বে কোথাও ভ্রমণ করে থাকেন)।
২. ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট।
৩. জাতীয় পরিচয়পত্রের কপি।
৪. এয়ারটিকিট এবং হোটেল রিজার্ভেশনের কপি।
৫. ম্যারেজ সার্টিফিকেট (স্পাউসসহ ভ্রমণের ক্ষেত্রে ) ইত্যাদি।
এছাড়া, পেশা অনুযায়ী আরো কিছু ডকুমেন্ট রয়েছে যা আপনাকে নির্ধারিত নিয়মে ভিসা এপ্লিকেশনের সাথে জমা দিতে হবে।
এদিকে, ইউকে ট্যুরিস্ট ভিসা থাকলে বাংলাদেশী পাসপোর্ট দিয়ে ইউরোপীয় দেশ আলবেনিয়া, জর্জিয়া, জিব্রাল্টার, মন্টিনিগ্রো, উত্তর মেসিডোনিয়া, সার্বিয়া, তুরস্ক, মিশর, মরক্কো, বাহরাইন, সৌদি আরব, মেক্সিকো, অ্যাঙ্গুইলা, অ্যান্টিগুয়া ও বার্বুডা, বোনায়ার, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, কুরাকাও ডোমিনিকান রিপাবলিক ভিজিট করতে পারবেন।
এম হাসান