আবুধাবি বিমানবন্দরে বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে স্বাগত জানান সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাষ্ট্রীয় সফরে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে পৌঁছেছেন। বুধবার তিনি আবুধাবিতে পৌঁছান বলে এক খবরে জানিয়েছে আল আরাবিয়া।পুতিন সংযুক্ত আরব আমিরাত সফরের পর সৌদি আরবে যাবেন। এই সফরে তিনি তেল, ওপেক প্লাস এবং গাজা ও ইউক্রেনের সংঘাত নিয়ে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আলোচনা করবেন। এর আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, বুধবার সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন পুতিন।
আলোচনায় থাকবে দ্বিপক্ষীয় সম্পর্ক, হামাস ও ইসরায়েলের সংঘাত ও অপর আন্তর্জাতিক ঘটনাবলী। চলতি সপ্তাহে মস্কো সফর করবেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। পেসকভ বলেছেন, বৃহস্পতিবার ক্রেমলিনে ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে বৈঠক করবেন পুতিন।অক্টোবরে চীন সফর করেছেন রুশ প্রেসিডেন্ট। সম্প্রতি বেশ কয়েকটি সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশও সফর করেন তিনি। -আলজাজিরা