
ফিলিস্তিনিকে মুক্তি
যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী সপ্তম দফায় ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন আরও ৩০ ফিলিস্তিনি বন্দি। গাজার শাসকগোষ্ঠী হামাসও আট ইসরায়েলি জিম্মিকে ছেড়ে দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বর্ধিত যুদ্ধবিরতি চুক্তির অধীনে বৃহস্পতিবার রাতে ৩০ জন ফিলিস্তিনি মুক্তি দেয় ইসরায়েল। এদের মধ্যে ২৩ জন শিশু ও সাতজন নারী রয়েছে।
এর আগে গাজা উপত্যকায় দেড় মাসের বেশি সময় ধরে বন্দি থাকা ইসরায়েলি দুই নারীকে মুক্তি দেয় হামাস। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ওই দুই নারীর পরিচয় প্রকাশ করেছে। তাঁরা হলেন- গত ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে কনসার্ট থেকে অপহৃত ২১ বছর বয়সী মিয়া চেম এবং ৪০ বছর বয়সী অমিত সোসানা। মিয়া চেমের ইসরায়েলের পাশাপাশি ফরাসি নাগরিকত্বও রয়েছে। এরপর আরও ছয় জিম্মিকে রেড ক্রসের কাছে হস্তান্তর করে হামাস।
গাজায় প্রথম দফায় চারদিনের যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন শুরু হয় গত ২৪ নভেম্বর। পরে চুক্তির শেষ দিনে তা আরও দুদিনের জন্য বৃদ্ধি করা হয়। এরপর গতকাল বৃহস্পতিবার আরও একদফায় এই চুক্তির মেয়াদ বাড়ানো হয়। আজ শুক্রবার এই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।
এস