ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

 আয়ুর্বেদিক সিরাপ সেবন করে ৫ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০:৪৬, ১ ডিসেম্বর ২০২৩

 আয়ুর্বেদিক সিরাপ সেবন করে ৫ জনের মৃত্যু

আয়ুর্বেদিক সিরাপ

ভারতের গুজরাটের খেদা জেলায় মিথাইল অ্যালকোহলযুক্ত বিষাক্ত আয়ুর্বেদিক সিরাপ খাওয়ার পর গত দুই দিনে অন্তত পাঁচজন মারা গেছে। এ ছাড়া অসুস্থ হয়েছে দুজন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে যে 'কালমেঘাসভ-আসাভ অরিষ্ট' নামে পরিচিত আয়ুর্বেদিক সিরাপটি গুজরাটের খেদা জেলার নদিয়াদ শহরের কাছে বিলোদরা গ্রামের এক দোকানদার প্রায় ৫০ জনের কাছে বিক্রি করেন।

খেদার পুলিশ সুপার রাজেশ গাধিয়া বলেন, এক গ্রামবাসীর রক্তের নমুনা পরীক্ষা করার পর ওই সিরাপে মিথাইল অ্যালকোহলের নমুনা পাওয়া গেছে।

পুলিশ সুপার বলেন, ‘গত দুই দিনে এই সিরাপ খেয়ে পাঁচজন প্রাণ হারিয়েছে। এ ছাড়া এখনও দুজন হাসপাতালে চিকিৎসাধীন। এ নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আমরা দোকানদারসহ তিনজনকে আটক করেছি।’

এস

×