ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

আলোচনার জন্য ইসরায়েলে ব্লিঙ্কেন

প্রকাশিত: ১২:৫৭, ৩০ নভেম্বর ২০২৩

আলোচনার জন্য ইসরায়েলে ব্লিঙ্কেন

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিঙ্কেন ইসরায়েলে পৌঁছেছেন। গাজায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে আলোচনা করবেন। পাশাপাশি তিনি অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডটিতে মানবিক সহায়তা পাঠানোর উপায় নিয়েও কথা বলবেন।

আজ বৃহস্পতিবার সকালে ব্লিঙ্কেন তেল আবিবে পৌঁছান। হাসাস ও ইসরায়েলের মধ্যে শুরু হওয়া সংঘাতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এটা তৃতীয় সফর।

আরও পড়ুন : নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় সাকিবকে তলব

দেড় মাস ধরে চলা গাজায় ইসরায়েলি বাহিনীর সর্বাত্মক হামলার পর ২৪ নভেম্বর প্রথমবারের মতো চার দিনের যুদ্ধবিরতি শুরু হয়। প্রথম দফা শেষে যুদ্ধবিরতির মেয়াদ আরও দুই দিন বাড়াতে একমত হয় দুই পক্ষ। এরপর গত মঙ্গলবার দুই দিনের বর্ধিত যুদ্ধবিরতি শুরু হয়।

এ যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা বুধবার। তবে এর আগেই কাতার ও মিসরের মধ্যস্থতায় যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়ানোর আলোচনা শুরু হয়েছে। তবে এর অগ্রগতির কোনো খবর এখনো পাওয়া যায়নি।

এ পটভূমিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলি নেতাদের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ব্যাপারে আলোচনার জন্য তেল আবিবে পৌঁছালেন।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এর জবাবে ওই দিন থেকেই গাজায় সর্বাত্মক হামলা চালিয়ে আসছিল ইসরায়েলের বাহিনী।

এএফপি

টিএস

×