ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

আকস্মিক বন্যায় মেক্সিকোতে ৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:১৭, ২৬ সেপ্টেম্বর ২০২৩

আকস্মিক বন্যায় মেক্সিকোতে ৮ জনের মৃত্যু

বন্যায় অচল হওয়া সড়ক চালু করার চেষ্টা করছেন সেনা ও রেডক্রসের সদস্যরা

মেক্সিকোয় ভারি বৃষ্টিপাতের পর পাহাড় বেয়ে নেমে আসা আকস্মিক বন্যায় অন্তত আটজনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন দুজন। সোমবার স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। ভারি বৃষ্টির পর পাহাড় বেয়ে নেমে আসা কাদা-পানিতে ভেসে যান ভুক্তভোগীরা। মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় রাজ্য জালিস্কোর অটলান এলাকার কাছে নিখোঁজ হন তারা। এর মধ্যে আটজনের মরদেহ পাওয়া যায় ঘটনাস্থল থেকে কয়েক মাইল দূরে। সোমবার সন্ধ্যায় জালিস্কো সিভিল প্রোটেকশন সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে, এ পর্যন্ত আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বাকি দুজনের খোঁজে সন্ধান চলছে। স্থানীয় সিভিল প্রোটেকশন সার্ভিসের কর্মকর্তা জুয়ান ইগনাসিও অ্যারোয়ো ভেরাস্তেগুই বলেছেন, ব্যাপক হারে বন উজাড় এবং এ বছরের শুরুর দিকে একটি অগ্নিকাণ্ডে পাহাড়ি বনাঞ্চলের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছিল। -এএফপি/ এনডিটিভি

×