ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

ড্যাফোডিল ফ্যামিলির সাথে কাজ করবে অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস ফোরাম

প্রকাশিত: ২২:৪৩, ২৫ সেপ্টেম্বর ২০২৩; আপডেট: ১৭:৪৯, ২৬ সেপ্টেম্বর ২০২৩

ড্যাফোডিল ফ্যামিলির সাথে কাজ করবে অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস ফোরাম

সৌজন্য সাক্ষাত এর সময়।

বাংলাদেশস্থ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা এবং ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান মো. সবুর খানের সঙ্গে অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস ফোরামের (এবিবিএফ) সভাপতি আবদুল খান রতনের এক সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সময় সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সিডনির ম্যকারথার স্কোয়ারস্থ প্যাপিলনস প্যাটিসরিতে এই সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। এ সময় এবিবিএফ এর উপদেষ্টা মাহফুজুল চৌধুরী খসরু উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাত এ অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আবদুল খান রতন ফোরামের সার্বিক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা মো. সবুর খানকে অবহিত করে ড্যাফোডিল ফ্যামিলির সাথে কাজ করার অভিমত ব্যক্ত করেন। মো. সবুর খান অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে একসাথে কাজ করার পাশাপাশি আবদুল খান রতনকে বাংলাদেশস্থ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আমন্ত্রণ জানান।

আবদুল খান রতন মো. সবুর খানকে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের মনোগ্রাম যুক্ত একটি কোর্ট পিন পড়িয়ে গালা ডিনার নাইটের একটি ক্রোড়পত্র উপহার দেন।

এসআর

আরো পড়ুন  

×