ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

পুতিনকে ‘দ্বিতীয় হিটলার’ বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট 

প্রকাশিত: ১৫:৪৪, ১৯ সেপ্টেম্বর ২০২৩

পুতিনকে ‘দ্বিতীয় হিটলার’ বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট 

ছবি: সংগৃহীত।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তৃতীয় যুদ্ধ শুরু করতে পারেন। ‘যুদ্ধবাজ’ ভ্লাদিমির পুতিনকে বারবার নির্বাচিত করে ‘দ্বিতীয় হিটলার’ তৈরির জন্য দেশটির জনগনকে দোষারোপ করেন। 

জেলেনস্কি বলেন, ‘বিশ্ববাসীর কাছে সব সম্মান খুইয়েছে রাশিয়া। বারবার পুতিনকে নির্বাচিত করে দ্বিতীয় হিটলার তৈরি করেছে দেশটি।’

আরও পড়ুন :পরকিয়ার জেরে পদচ্যুত হন চীনা পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের টেলিভিশন সিবিএসের সঙ্গে এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ইউক্রেন হেরে গেলে এতে তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু হতে পারে। ‘রুশরা যদি পোল্যান্ড পৌঁছে, এরপর কী হবে? তৃতীয় বিশ্বযুদ্ধ?’

প্রায় ২৫ বছরে ধরে রাশিয়া শাসন করছেন পুতিন। এর মধ্যে চার বছর তিনি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োজিত ছিলেন। 

ইউক্রেনের গণমাধ্যমে প্রায়ই এডলফ হিটলারের সঙ্গে তুলনা করে পুতিনকে ‘পুতলার’ বলে সম্বোধন করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানির নেতা ছিলেন এডলফ হিটলার।

খবর নিউইয়র্ক পোস্টের

টিএস

×