
মুসলিম নারীদের হাত থেকে রাখি পরছেন বিজেপি নেতা, ফাইল ছবি।
ভাই হিসেবে সংখ্যালঘু নারীদের পাশে থাকার জন্য মুসলিম নারীদের হাত থেকে রাখি বাঁধার কর্মসূচি হাতে নিচ্ছে বিজেপি।
রাখি উৎসবের মাধ্যমে আপদে-বিপদে সংখ্যালঘু নারীদের পাশে থাকার বার্তা দেবেন বিজেপি কর্মীরা। বিরোধীরা বলছেন, হিন্দু সমাজ মুখ ফেরাচ্ছে দেখে এখন মরিয়া হয়ে সংখ্যালঘুদের ভোট পেতে সক্রিয় হয়েছে মোদির দল।
সোমবার এক বৈঠকে মোদি আগামী ৩০ আগস্ট রাখি উৎসবের দিনে সংখ্যালঘু মহল্লায় গিয়ে মুসলিম নারীদের হাত থেকে রাখি বাঁধার জন্য বিজেপি নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন। ঠিক হয়েছে, ‘রক্ষাবন্ধন’ উৎসবের মাধ্যমে ভাই হিসেবে সংখ্যালঘু নারীদের আপদে-বিপদে পাশে থাকার প্রশ্নে ভরসাও দেবেন বিজেপি কর্মীরা।
তিন তালাক বিরোধী আইন প্রণয়ন হওয়ার ফলে মুসলিম নারীদের জীবন কতটা সুগম হয়েছে তার প্রচারেও জোর দেন নরেন্দ্র মোদি।
টিএস