ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আলজাজিরাকে আনোয়ার ইব্রাহিম

পরিবর্তন না আনলে মালয়েশিয়া টিকবে না

প্রকাশিত: ২১:৩৯, ৯ জুন ২০২৩

পরিবর্তন না আনলে  মালয়েশিয়া  টিকবে না

.

সংস্কারের মাধ্যমে পরিবর্তন আনা না হলে মালয়েশিয়া টিকবে না বলে মন্তব্য করেছেন দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এমনকি মালয়েশিয়া কিছুটা ধ্বংস হয়ে গেছে বলেও দাবি করেছেন তিনি।

আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আনোয়ার ইব্রাহিম কথা বলেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি। প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সংস্কারের প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করে বলেছেন, মালয়েশিয়াকে পরিবর্তন করতে হবে নতুবা এই দেশটি টিকবে না।

আলজাজিরার ১০১ ইস্ট প্রোগ্রামকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘শাসনের কথা বললে, আমি মনে করি পরিবর্তনের উদ্যোগ নেওয়া এবং তা কার্যকর করা আমার দায়িত্ব। কারণ দেশ কিছুটা ধ্বংস হয়ে গেছে। স্পষ্ট রাজনৈতিক প্রতিশ্রুতি এবং পরিবর্তনের সংকল্প না থাকলে, আমি বিশ্বাস করি না মালয়েশিয়া টিকে থাকবে।

সময় তিনি মালয়েশিয়াকে জাতিভিত্তিক রাষ্ট্র থেকে প্রয়োজনভিত্তিক রাষ্ট্রে রূপান্তর করতে ইতিবাচক কর্মনীতির বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকার ওপর জোর দেন।

×