ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গঙ্গার ওপর নির্মাণাধীন চার লেনের সেতু ধসে পড়ল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৩৩, ৫ জুন ২০২৩

গঙ্গার ওপর নির্মাণাধীন চার লেনের সেতু ধসে পড়ল

ভারতের বিহার রাজ্যে গঙ্গা নদীর ওপর নির্মাণাধীন চার লেনের বিশাল একটি সেতু ধসে পড়েছে

ভারতের বিহার রাজ্যে গঙ্গা নদীর ওপর নির্মাণাধীন চার লেনের বিশাল একটি সেতু ধসে পড়েছে।  রবিবার সন্ধ্যার দিকে রাজ্যটির ভাগলপুর জেলার সঙ্গে খাগারিয়া জেলাকে সংযোগকারী আগুয়ানি-সুলতানগঞ্জ সেতুটি ধসে পড়ে, তবে এতে কেউ হতাহত হয়নি বলে খবর ভারতীয় গণমাধ্যমের। ভাগলপুরের এসডিও ধনঞ্জয় কুমার গণমাধ্যমকে জানিয়েছেন, রবিবার ছুটির দিন ছিল বলে সেতুর নির্মাণকাজ বন্ধ ছিল, তাই সেতুটিতে কোনো কর্মী ছিলেন না। 
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রত্যক্ষদর্শীদের ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, সেতুটির মাঝের একটি অংশ ধসে পড়ার পর বাকি অংশগুলোও ধসে পড়ছে। সেতুর ধসে পড়া অংশে ধাক্কায় নদীতে বিশাল ঢেউ তৈরি হয়েছে। - আনন্দবাজার

×