ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

আদালত গ্রেফতার দেখালেন, গান বাংলার তাপস বললেন ‘ধন্যবাদ’

প্রকাশিত: ০০:৩২, ৮ মে ২০২৫

আদালত গ্রেফতার দেখালেন, গান বাংলার তাপস বললেন ‘ধন্যবাদ’

ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ভ্যানচালক জব্বার আলী হাওলাদারকে হত্যাচেষ্টার মামলায় ‘গান বাংলা’ টেলিভিশনের চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। বুধবার (৭ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালত এ আদেশ দেন।

সকাল ৯টা ৪৫ মিনিটে বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট এবং হাতকড়া পড়িয়ে তাকে হাজতখানা থেকে আদালতে তোলা হয়। পরে ১০টা ৫২ মিনিটে গুলশান থানার মামলায় গ্রেফতার দেখানোর শুনানি শুরু হয়। শুনানিতে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, তদন্তে তাপসের নাম উঠে এসেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে গুরুত্বপূর্ণ তথ্য জানা যাবে বলে মনে করছেন তিনি।

আদালত তাপসসহ মামলার অন্যান্য আসামিদের গ্রেফতার দেখানোর আদেশ দেন। তবে মামলার প্রধান আসামি মাহবুবুর রহমান তুহিন, আশা আক্তার, সিজার লিটন ও আরটিক্যালস মিডিয়ার এমডি আব্দুস সালাম— তাদের রিমান্ডের বিষয়ে পরে সিদ্ধান্ত জানাবেন বলে আদালত জানিয়েছেন।

আদালতে কাঠগড়ায় দাঁড়িয়ে তাপস বিচারকের উদ্দেশ্যে বলেন, “ধন্যবাদ”। এরপর লিফটে করে নিচে নামানোর সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কিছুটা ধস্তাধস্তির ঘটনাও ঘটে।

উল্লেখ্য, গত বছর রাজধানীর গুলশানে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিতে আহত হন ভ্যানচালক জব্বার আলী হাওলাদার। তিনি আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু পুলিশের পাশাপাশি আওয়ামী যুবলীগ কর্মীরা বাধা দেয়। একপর্যায়ে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ভাগ্যক্রমে গুলি তার পায়ে লাগে এবং গুরুতর আহত অবস্থায় তিনি একটি রেসিডেন্সিয়াল হাসপাতালে চিকিৎসা নেন। পরবর্তীতে তিনি এ বিষয়ে মামলা করেন।

তদন্তে উঠে আসে, এই ঘটনার পেছনে কৌশিক হোসেন তাপসের সংশ্লিষ্টতা থাকতে পারে। তদন্তকারী কর্মকর্তা আদালতের কাছে তার রিমান্ড আবেদন করেছেন, যাতে ঘটনার প্রকৃত কারণ ও পেছনের শক্তি সম্পর্কে বিস্তারিত জানা যায়।

ভিডিও দেখুন: https://www.youtube.com/watch?v=LMvIx-TdsB0

এম.কে.

×