
ছবিঃ সংগৃহীত
অনলাইন আ্যক্টিভিস্ট ও লেখিকা জান্নাতুন নাইম প্রীতি তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক আ্যকাউন্টে এক স্ট্যাটাসে বলেছেন, নারী অফিসার যুদ্ধে নেতৃত্ব দিচ্ছে- এতে ফেমিনিজম নাই, আছে ওয়ার ক্রাইম।
বুধবার (০৭ মে) রাতে তিনি তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক আ্যকাউন্টে পোস্টটি শেয়ার করে তিনি এ কথা বলেন।
তিনি লিখেছেন, ভারতীয় মিডিয়া ইনক্লুডিং আনন্দবাজার পত্রিকা নিউজ করেছে, যে দুইজন ভারতের পক্ষ থেকে অপারেশন সিন্দুরের নেতৃত্ব দিচ্ছেন সে দুইজন নারী: একজন মুসলমান এবং একজন হিন্দু। এই দুইজনকে হিরো বানানোর চেষ্টা বাদ দেন আনন্দবাজার। যারা সাধারণ মানুষের উপরে মিসাইল ছুড়ে মারে তারা যুদ্ধাপরাধ করছে, হিরোইজম যদি থাকে তাহলে সেটা যুদ্ধ থামানো। যুদ্ধ লাগানো না।
জান্নাতুন নাইম বলেন, নারী অফিসার যুদ্ধে নেতৃত্ব দিচ্ছে-এতে ফেমিনিজম নাই। আছে ওয়ার ক্রাইম। যারা সিভিলিয়ানদের ওপর আক্রমণ করে বীরত্ব দেখায় তারা না ফেমিনিস্ট, না হিরো। এরা বড়জোর এন্টি হিরো।
তিনি আরও বলেন, নাজি বাহিনী থেকে শুরু করে ইরাকে আবু গারিব কারাগারে রিক্রুট করা বহু নারী অফিসার ছিলো। গাদ্দাফিও একগাদা নারী অফিসার রিক্রুট করে মহান ফেমিনিস্ট সাজার চেষ্টা করেছিল। এতে কিছুই প্রমাণ হয়না। প্রমাণ হয়- ভুল লোক নারী-পুরুষ নির্বিশেষে ক্ষমতা এবং বন্দুক পেলে মানবতার শত্রু হয়ে ওঠে।
ইমরান