ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইরানের সফল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা

প্রকাশিত: ২৩:০৫, ২৫ মে ২০২৩

ইরানের সফল ব্যালিস্টিক  ক্ষেপণাস্ত্র পরীক্ষা

.

ইরান সফলভাবে ২০০০ কিলোমিটার পাল্লার খায়বার নামে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে বলে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে। ইসরাইলের সশস্ত্র বাহিনীর প্রধান ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে দেশটির বিরুদ্ধেপদক্ষেপগ্রহণের সম্ভাবনার কথা তোলার দুইদিন পর তেহরান পরীক্ষা চালাল। মধ্যপ্রাচ্যের মধ্যে অন্যতম বৃহত্তম ক্ষেপণাস্ত্র কর্মসূচি আছে ইরানের। দেশটি জানিয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র ইসরাইল ওই অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত হানতে পারবে। যুক্তরাষ্ট্র ইউরোপী দেশগুলোর বিরোধিতা সত্ত্বেও তেহরান জানিয়েছে, তারা তাদেরআত্মরক্ষামূলকক্ষেপণাস্ত্র কর্মসূচির আরও উন্নয়ন ঘটাবে। এক বিবৃতিতে ইরানের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ রেজা আশতিয়ানি বলেছেন, ‘ইরানের শত্রুদের প্রতি আমাদের বার্তা হচ্ছে, আমরা আমাদের দেশ এর অর্জনগুলো রক্ষা করব। আমাদের বন্ধুদের প্রতি আমাদের বার্তা হচ্ছে, আঞ্চলিক স্থিতিশীলতায় আমরা সাহায্য করতে চাই।ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন ফুটেজ সম্প্রচার করে সেটি খোরামশহর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণ যার পাল্লা ২০০০ কিলোমিটার (১২৪৩ মাইল) এবং তা ১৫০০ কেজি ওয়ারহেড বহন করতে সক্ষম বলে জানিয়েছে। -আইআরএনএ

×