ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

উদ্ধার অভিযানে উড়ন্ত বাইক

প্রকাশিত: ২১:৩১, ২১ মার্চ ২০২৩

উদ্ধার অভিযানে উড়ন্ত বাইক

উড়ন্ত বাইক

প্রাকৃতিক দুর্যোগ, অগ্নিকা-সহ অন্যান্য দুর্ঘটনায় দ্রুত সময়ে উদ্ধারকাজ চালাতে অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবহার পুরো বিশ্বেই বেড়েছে। তবে এদিক দিয়ে সবার চেয়ে এক ধাপ এগিয়ে গেছে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি। উদ্ধার অভিযানে ব্যবহার করার জন্য আবুধাবি নিয়ে এসেছে উড়ন্ত বাইক। গত ১৩ মার্চ ইয়াস বেতে উড়ন্ত বাইকটি প্রদর্শন করা হয়।
বাইকটি তৈরি করা হয়েছে শক্তিশালী কার্বন ফাইবার দিয়ে। যেটি দুর্গম ও রুক্ষ অঞ্চলে অনায়াসে যেতে পারবে। এটি উদ্ধার অভিযান, অনুসন্ধানমূলক কাজে একটি কার্যকরী জীবন রক্ষাকারী যন্ত্রের কাজ করবে। এছাড়া ভূ-স্থানিক ম্যাপিংয়েও এটি সহায়ক হবে। -খালিজ টাইমস

×