ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তুরস্কে ইউরোপীয় ইউনিয়নের উদ্ধারকারী দল যাচ্ছে 

প্রকাশিত: ১৫:৫১, ৬ ফেব্রুয়ারি ২০২৩

তুরস্কে ইউরোপীয় ইউনিয়নের উদ্ধারকারী দল যাচ্ছে 

ভয়াবহ ভূমিকম্প

তুরস্ক-সিরিয়া সীমান্তে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ছয় শতাধিক মানুষ নিহত হয়েছেন। 

এই ঘটনায় তুরস্কে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উদ্ধারকারী দল পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির সংকট ব্যবস্থাপনা কমিশনার। 

এক টুইট বার্তায় কমিশনার জেনেজ লেনারসিক বলেন, ইতোমধ্যে নেদারল্যান্ডস এবং রোমানিয়ার উদ্ধারকারী দলগুলো রওনা হয়েছে। 

ভূমিকম্পের ঘটনায় তুরস্কে জরুরি অবস্থা জারি করা হয়েছে। জরুরি অবস্থা জারির পাশাপাশি আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়ে ‘লেভেল ৪’ সংকেতও জারি করেছে দেশটির সরকার। 

৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে তুরস্কের বিভিন্ন শহরে ধসে পড়েছে অসংখ্য ভবন। সেসব ভবনের নিচে আটকে পড়া হতাহতদের উদ্ধারে জোর তৎপরতা শুরু করেছে দেশটির সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর এএফএডি ও পুলিশবাহিনীর সদস্যরা। 

এক প্রতিবেদনে বিবিসি জানায়, ভূমিকম্পে উভয় দেশে অনেক ভবন ধসে পড়েছে। এতে অনেকেই আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, স্থানীয় সময় সোমবার ভোররাত ৪টা ১৭মিনিটে তুরস্কের নুরদাগি এলাকা থেকে ২৩ কিলোমিটার পূর্বে এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮। 

টিএস

×