
বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান
তুরস্কের পরবর্তী পার্লামেন্টারি ও প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৪ মে দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
স্থানীয় সময় গত শনিবার উত্তরপশ্চিমাঞ্চলের বুসা প্রদেশে এক যুব সম্মেলনে নির্বাচনের এ তারিখ জানান এরদোয়ান। কিন্তু এই সম্পর্কিত ভিডিওটি প্রকাশিত হয় রবিবার।
যুব সম্মেলনে এরদোয়ান বলেন, আমাদের যে যুবরা এবার ভোটাধিকার পেয়েছেন, তাদের জানিয়ে দিতে চাই, আগামী ১৪ মে যে নির্বাচন হবে সেখানে তরা প্রথমবারের মতো ভোট দেবে।
তিনি জানান, আগামী ১০ মার্চ তিনি চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবেন। কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পেলে ২৮ মে দ্বিতীয় দফার নির্বাচন হবে।
২০০৩ সাল থেকে তুরস্কে ক্ষমতায় আছেন এরদোয়ান। প্রথমে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন এবং পরে ২০১৪ সাল থেকে প্রেসিডেন্ট। তুরস্ক ন্যাটোর সদস্য, ওই অঞ্চলে বড় সামরিক শক্তি এবং সেই সঙ্গে ক্রমশ বড় অর্থনৈতিক শক্তিও হয়ে উঠতে চলেছে দেশটি।
উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটোর মধ্যে তুরস্কের সশস্ত্র বাহিনী হলো দ্বিতীয় বৃহত্তম। দেশটি অশান্ত প্রতিবেশি দেশগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে যুদ্ধ-বিধ্বস্ত সিরিয়ায়। সম্প্রতি দেশটি পশ্চিম বলকান, পূর্ব ভূমধ্যসাগর ও আফ্রিকায় প্রভাব বিস্তার করা শুরু করেছে।
সূত্র: আলজাজিরা।
এমএইচ