ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১

ইন্দোনেশিয়া ৬.২ মাত্রার ভূমিকম্প

প্রকাশিত: ১৩:৫২, ৬ ডিসেম্বর ২০২২

ইন্দোনেশিয়া ৬.২ মাত্রার ভূমিকম্প

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়রে বালি ও জাভা দ্বীপপুঞ্জে ৬.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। 

ইন্দোনেশিয়ার ভূ-পদার্থবিদ্যা সংস্থার বরাতে প্রতিবেদনে বলা হয়, শক্তিশালী এই ভূমিকম্পটি পূর্ব জাভা প্রদেশের দক্ষিণ উপকূলে এবং বালির ডেনপাসারের ৩০৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূখণ্ডের ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরতায় আঘাত হানে। তবে এই ভূমিকম্পের পর সুনামির কোনও আশঙ্কা করা হয়নি।

ভূমিকম্পের পর সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টে বাসিন্দারা জানিয়েছেন, পূর্ব জাভা প্রদেশ এবং বালিতে তীব্রভাবে কম্পন অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনও তথ্য পাওয়া যায়নি।

ভূমিকম্পের ফলে কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা স্থানীয় কর্তৃপক্ষ খতিয়ে দেখছে বলে জানিয়েছে রয়টার্স।

এমএম

সম্পর্কিত বিষয়:

×