ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

নিউইয়র্কে বাংলাদেশের মুখ উজ্জল করেছে বরিশালের ফয়সাল

স্টাফ রিপোর্টার, বরিশাল 

প্রকাশিত: ১৫:২৪, ১৩ নভেম্বর ২০২২; আপডেট: ১৫:২৬, ১৩ নভেম্বর ২০২২

নিউইয়র্কে বাংলাদেশের মুখ উজ্জল করেছে বরিশালের ফয়সাল

মাহমুদুল হাসান ফয়সাল

নিউইয়র্কে পুলিশ অফিসার পদে পদোন্নতি পেয়ে বাংলাদেশের মুখ উজ্জল করেছেন বরিশাল নগরীর আলেকান্দা এলাকার যুবক মাহমুদুল হাসান ফয়সাল। পুলিশ অফিসার পদে পদোন্নতি পাওয়ার সংবাদে ফয়সালের জন্মস্থান আলেকান্দা এলাকায় আনন্দের জোয়ার বইছে।

কঠোর পরিশ্রম, অধ্যাবসয়, ধৈয্য সাধন ও মেধাক্রম অনুসারে কর্মদক্ষতার স্বীকৃতি স্বরুপ ফয়সাল নিউইয়র্কের সিটি (ম্যানহাটন, ক্রিমিনাল ব্রাঞ্চে) পুলিশ অফিসার পদে পদোন্নতি পেয়ে বিশ্ব দরবারে বাংলাদেশের মুখউজ্জল করেছে।

জানা গেছে, নগরীর আলেকান্দা এলাকার আমতলা সড়ক ও জনপদ কম্পাউন্ডে দুরন্তপনায় বেড়ে ওঠা ফয়সাল নিউইয়র্কের পুলিশ কর্মকর্তা। বরিশাল সড়ক ও জনপদ অধিদপ্তরের অবসরপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মো. হালিম মিয়া ও গৃহিনী মাহমুদা খানমের তিন সন্তানের মধ্যে ফয়সাল দ্বিতীয়।

২০০৮ সালে মাহমুদুল হাসান ফয়সাল বরিশাল জিলা স্কুল থেকে এসএসসি এবং ২০১০ সালে অমৃত লাল দে মহাবিদ্যালয় থেকে এইচএসসি পাস করেন। পরে সে ঢাকায় এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি থেকে আইন বিভাগে স্নাতোকত্তর (মাস্টার্স) পাস করার পর ২০১৬ সালে ফয়সাল সূদুর আমেরিকায় গমন করেন।

২০১৮ সালে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের (ব্রোংক্স) ট্রাফিক বিভাগে যোগদান করার পর আমেরিকান সিটিজেনসিপ অর্জন করেন। তার কর্মক্ষেত্রে সততা ও কঠোর পরিশ্রম আর সাফল্য তাকে আরো একধাপ এগিয়ে নিয়ে যায়।

ফয়সালের পারিবারিক সূত্রে জানা গেছে, নিউইয়র্কে ম্যানহাটনের ক্রিমিনাল ব্রাঞ্চে পুলিশ অফিসার পদে পদোন্নতির প্রশিক্ষনের পত্রের মাধ্যমে গত এপ্রিল মাসে তার (ফয়সাল) জীবনে আসে মহেন্দ্রক্ষণ। কঠোর পরিশ্রমের মাধ্যমে ছয় মাসের সফল প্রশিক্ষণ শেষে অতিসম্প্রতি ফয়সালকে পুলিশ অফিসার পদে পদোন্নতি দেয়া হয়। 

বর্তমানে নিউইয়র্ক সিটিকে নিরাপদ রাখার প্রত্যয় ব্যক্ত করে ফয়সাল নিউইয়র্কের পুলিশ ক্রিমিনাল ব্রাঞ্চে ম্যানহাটনে পুলিশ অফিসার পদে দায়িত্ব পালন করছেন।

মাহমুদুল হাসান ফয়সালের স্ত্রী সুমাইয়া আক্তার সাদিয়া ঢাকা সের্ন্টাল ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজে এমবিবিএস’র শেষ বর্ষে অধ্যায়নরত। ছোট ভাই মিরাজুল হাসান ফরহাদ নিউইয়র্ক থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করে বর্তমানে সেখানে কর্মরত রয়েছেন। 

ফয়সাল ও তার বাবা-মা সকল বাংলাদেশিদের কাছে দোয়া চেয়েছেন, যেন ফয়সাল তার সফলতা ও কর্মদক্ষতার মাধ্যমে বাংলাদেশের নাম বিশ্বদরবারে আরো উজ্জল করতে পারেন।

এমএইচ

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার