ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের মেলার আয়োজন

মিশিগান প্রতিনিধি 

প্রকাশিত: ১১:২৫, ১৭ অক্টোবর ২০২২; আপডেট: ১১:২৭, ১৭ অক্টোবর ২০২২

মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের মেলার আয়োজন

মেলায় ক্রেতাদের সরব উপিস্থিতি। ছবি: জনকণ্ঠ।

গ্রীষ্মকাল ও প্রচন্ড গরমকে তাড়িয়ে মিশিগানসহ পুরো যুক্তরাষ্ট্রে বীরদর্পে আগমন ঘটলো শীতকালের। শুরু হয়েছে ঠান্ডা বাতাস, আসছে স্নো। তবে এমন হিমেল হাওয়া উপেক্ষা করেই প্রবাসী বাংলাদেশিরা নানাভাবে মেতে উঠছে নানা উৎসবে। 

সাপ্তাহিক ছুটির দিন শনিবার বা রবিবারে কোনো না কোনো প্রবাসী পরিবার নয়ত গ্রুপ থেকে নানা উৎসবের আযোজন করা হচ্ছে। তন্মধ্যে এগিয়ে আছে শুধু মেলা আর মেলার নামে আকর্ষণীয় নানা উদ্দ্যোগ। এরই ধারাবাহিকতায় গত ১৫ অক্টোবর শনিবার মিশিগান অঙ্গরাজ্যের ট্রয় সিটির আমেরিকান পোলিশ কালচারাল সেন্টারে অনুষ্ঠিত হলো 'দিওয়ালি' নামে এক জাকজমকপূর্ণ মেলা।

ভিয়ের ইভেন্ট ম্যানেজমেন্টের আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠিত এই মেলাতে বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ানসহ নানা দেশের বহু রং ও প্রিন্টের শাড়ি, জামা, পাঞ্জাবির সমাহার ঘটে। সেই সঙ্গে ছিল জুয়েলারির সামগ্রী ও খাবারের স্টল। ফলে এসব স্টলে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি আর ক্রেতা সমাগম ছিল চোখে পড়ার মতো। হল ছিল কানায় কানায় পূর্ণ।

উল্লেখ্য, এই মেলা আযোজনে মূল উদ্দ্যোক্তা ছিলেন- মোহাম্মদ ইবনে মঈন উদ্দিন এবং ফয়রুজ রহমান কাজী।

এমএইচ 

×