ভূমিকম্প
ইরানের উত্তর পশ্চিমাঞ্চলে রিখটার স্কেলে ৫ দশমিক ৪ মাত্রার এক ভূমিকম্পে পাঁচ শতাধিক মানুষ আহত হয়েছেন। এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। বুধবার (৫ অক্টোবর) ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
দেশটির ওই অঞ্চলের গভর্নর মোহাম্মদ সাদেগ মোতামেদিয়ান ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে উৎপত্তি হওয়া ভূমিকম্পের আঘাতে ৫২৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১৩৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া, টেলিভিশনটি ভূমিকম্পের আঘাতে ক্ষতিগ্রস্ত দোকান এবং ঘরবাড়ি ধ্বংসের ফুটেজ প্রচার করেছে।
ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি অবস্থিত সালমাস ও খোয়া শহরের কিছু গ্রামে বিদ্যুৎ এবং পানির সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ কয়েকটি বড় টেকটোনিক প্লেটের সীমানায় ইরানের অবস্থান। দেশটিতে প্রায়েই হালকা থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
২০০৩ সালে ৬ দশমিক ৬ মাত্রার এক ভূমিকম্পে ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রাচীন নগরী বাম প্রায় মাটির সঙ্গে মিশে যায়। এতে এই শহরে কমপক্ষে ৩১ হাজার মানুষের প্রাণহানি ঘটে।
এসআর