ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতীয় আকাশসীমায় ইরান-চীন ফ্লাইটে বোমার আতঙ্ক

প্রকাশিত: ১৪:৫০, ৩ অক্টোবর ২০২২

ভারতীয় আকাশসীমায় ইরান-চীন ফ্লাইটে বোমার আতঙ্ক

মাহান এয়ারের বিমান

ভারতীয় আকাশসীমায় থাকাকালীন একটি ইরানি যাত্রীবাহী ফ্লাইটে বোমার আতঙ্ক দেখা গেছে। ফলে সোমবার (৩ অক্টোবর) সকালে কর্তৃপক্ষকে সতর্ক করে দেয় ভারতীয় বিমান বাহিনী। 

বিমান বাহিনী বলেছে, ইরানের তেহরান থেকে চীনের গুয়াংজু যাওয়ার পথে মাহান এয়ারের বিমানটিকে ভারতে অবতরণের জন্য দুটি বিকল্পের প্রস্তাব দেওয়া হয়েছিল যা এটি প্রত্যাখ্যান করে দেওয়া হয় এবং তারা যাত্রা অব্যাহত রাখে।

তারা এক বিবৃতিতে বলেছে, যুদ্ধবিমানগুলো নিরাপদ দূরত্বে বিমানটিকে অনুসরণ করেছে। বিমানটি এখন চীনা আকাশসীমায় প্রবেশ করেছে বলে ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডারে দেখা গেছে।

পুলিশ জানিয়েছে, সকাল ৯টা ২০ মিনিটে ফ্লাইটে বোমার হুমকি সংক্রান্ত একটি কল আসে। এরপরই দিল্লি বিমানবন্দরে সতর্ক করা হয়। 

ভারতীয় বিমান বাহিনী বলেছে, বিমানটিকে জয়পুরে এবং তারপর চণ্ডীগড়ে অবতরণের বিকল্প দেওয়া হয়েছিল। তবে পাইলট দুটি বিমানবন্দরের যে কোনো একটিতে যেতে তার অনিচ্ছা প্রকাশ করেছেন।

তাদের বিবৃতি অনুসারে, তেহরান বোমার ভয়কে উপেক্ষা করতে বলার পর বিমানটি চীনে তার গন্তব্যের দিকে যাত্রা অব্যাহত রেখেছে।

এমএইচ

×