ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০

বাল্যবিবাহ: বরসহ পুরোহিত জেলে

প্রকাশিত: ১২:৪৮, ২১ সেপ্টেম্বর ২০২২

বাল্যবিবাহ: বরসহ পুরোহিত জেলে

বর ও পুরোহিত 

পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের  ঘাটাল থানায় খবর আসে বিয়ের উপযুক্ত বয়স না হওয়া সত্ত্বেও একটি মেয়ের বিয়ে হচ্ছে মনসুকা নামের একটি গ্রামে। বর-কনের বাড়ি হুগলির খানাকুলে।  এলাকায় এক আত্মীয়ের বাড়িতে এই বাল্যবিয়ের আয়োজন করা হয়েছে গোপনে।

খবর পেয়ে ছাদনাতলায় দ্রুত ছুটে যায় পুলিশ। জানা যায়, কনের বয়স মাত্র ১৫ বছর। অষ্টম শ্রেণির ছাত্রী সে।

পুলিশকে দেখেই দৌড় দিয়ে পালাতে শুরু করেন বিয়েতে আসা অতিথিরা। তবে বর-কনে এবং পুরোহিত পালাতে পারেননি। তাদের আটক করে নিয়ে যাওয়া হয় ঘাটাল থানায়।

মঙ্গলবার ঘাটাল মহকুমা আদালত চত্বরে চোখে পড়ার মতো ভিড়। আদালতে আনা হয়েছে বর ও কনের সাজে তরুণ-তরুণীকে। আর তাদের সঙ্গে রয়েছেন পুরোহিতও। কী মামলায় তারা আটক হলেন তা জানতে মানুষের কৌতূহলের যেন শেষ নেই।

পরে জানা যায়, নাবালিকাকে বিয়ের অভিযোগে গ্রেফতার হন যুবক। ঘাটাল মহকুমা আদালত বর ও পুরোহিতকে ১০ দিনের জন্য জেলে পাঠানোর নির্দেশ দেন। আর কনেকে পাঠানো হয় তার মা-বাবার কাছে।

তাসমিম

শীর্ষ সংবাদ: