ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

করোনাভাইরাসে এই প্রথমবারের মতো মৃত্যুর ঘটনা ঘটেছে কাশ্মীরে

প্রকাশিত: ০৩:২৪, ২৬ মার্চ ২০২০

করোনাভাইরাসে এই প্রথমবারের মতো মৃত্যুর ঘটনা ঘটেছে কাশ্মীরে

অনলাইন ডেস্ক ॥ করোনাভাইরাসের ছোবল থেকে কেউ মুক্তি পাচ্ছে না। ছড়িযে পড়ছে প্রতিটি জনপদে। দীর্ঘদিন ধরে অচলাবস্থায় থাকা ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরেও ছড়িয়ে পড়তে শুরু করেছে করোনার কালো মেঘ। এতে আক্রান্ত হয়ে এই প্রথমবারের মতো মৃত্যুর ঘটনা ঘটেছে কাশ্মীরে। আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। খবরে বলা হয়, ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী শ্রীনগরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এই প্রথম এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। তার বয়স ৬৫ বছর। সম্প্রতি তিনি এ অঞ্চলের ভাইরে থেকে ভ্রমণ করে ফেরেন। স্থানীয় সরকারের এক মুখপাত্র জানান, এই প্রথম কভিড-১৯-এ আক্রান্ত হয়ে কাশ্মীরে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ মারা গেছেন। দুই দিন আগে ওই ব্যক্তির করোনা পিজিটিভ ধরা পড়ে। মারা যাওয়া ওই ব্যক্তির সংস্পর্শে যাওয়া আরও ৪ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে বলে জানান রোহিত। এদিকে ওই ব্যক্তির মৃত্যুতে কাশ্মীরের করোনাভাইরাস নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
×