ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

খারাপ সময় কেটে গেছে

প্রকাশিত: ০৯:১৭, ৩১ ডিসেম্বর ২০১৯

খারাপ সময় কেটে গেছে

হংকংয়ে কয়েক মাস ধরে চলা বিক্ষোভ স্তিমিত হয়ে এসেছে বলে মনে করে স্বায়ত্তশাসিত অঞ্চলটির কর্তৃপক্ষ। হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লামের উপদেষ্টা বার্নার্ড চান সম্প্রতি বলেছেন খারাপ সময়টি সম্ভবত কেটে গেছে। তবে তিনি এটাও বলেন যে, বিক্ষোভ দ্রুত শেষ হয়ে আসবে সেটি তিনি আশা করছেন না। তবে অবস্থার ধীরে ধীরে উন্নতি ঘটবে বলে তিনি আশাবাদী। আন্দোলনকারীদের দাবির প্রতি কর্তৃপক্ষ নমনীয় হয়েছে কি না সে বিষয়ে তিনি কিছু বলেন নি। - টাইম ‘গ্রেটা খুশি, আমি উদ্বিগ্ন’ গ্রেটা থানবার্গ, জলবায়ু আন্দোলনে নেতৃত্ব দিয়ে এখন সবার কাছে পরিচিত। সুইডিশ এ কিশোরীর নেতৃত্বে বিশ্বের নানা প্রান্ত থেকে কিশোর তরুণ জনতা রাজপথে নেমে এসেছে। টাইম সাময়িকী তাকে পার্সন অব দ্য ইয়ারের মর্যাদা দিয়েছে। এসব কিছুর পরও খুশি নন তার বাবা সভান্ডে থানবার্গ। তিনি রবিবার বলেছেন, জলবায়ু আন্দোলনের জন্য আমার মেয়েকে কেন নেতৃত্ব দিতে হবে। কেন তাকে লেখাপড়া বাদ রেখে রাস্তায় নামতে হবে। বিষয়টি নিয়ে তিনি উদ্বিগ্ন বলে জানিয়েছেন। -বিবিসি
×