ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মহারাষ্ট্রে বিজেপির আসন কমছে, হরিয়ানায় লড়াই করছে কংগ্রেস

প্রকাশিত: ০৭:৩০, ২৪ অক্টোবর ২০১৯

মহারাষ্ট্রে বিজেপির আসন কমছে, হরিয়ানায় লড়াই করছে কংগ্রেস

অনলাইন ডেস্ক ॥ সমীক্ষায় ইঙ্গিত ছিলই। মহারাষ্ট্রে ফের গেরুয়া ঝড়ের ইঙ্গিত। কংগ্রেস-এনসিপি জোটকে পিছনে ফেলে এগিয়ে চলেছে বিজেপি-শিবসেনা জোট। ভোটগণনার প্রবণতায় ইঙ্গিত, মহারাষ্ট্রে ফের সরকার গঠনের পথে বিজেপি-শিবসেনা জোট। অন্য দিকে হরিয়ানাতেও এগিয়ে বিজেপি। তবে তুলনায় কিছুটা লড়াই করছে কংগ্রেস। বিজেপি এগিয়ে থাকলেও ৯০ আসনের মধ্যে অর্ধেকের কাছাকাছি ঘোরাঘুরি করছে। কংগ্রেসের আসন পঁচিশের কাছাকাছি। দুষ্যন্ত চৌটালার নতুন দল জননায়ক জনতা পার্টির (জেজেপি) ফল তুলনায় ভাল। ৭ থেকে ৮টির কাছাকাছি আসন পাওয়ার দৌড়ে এগোচ্ছে জেজেপি। দুই রাজ্যে বিধানসভার ভোগণনার এই প্রবণতা মোটামুটি স্পষ্ট হতেই বিজেপি শিবিরে খুশির উচ্ছ্বাস। মহারাষ্ট্রের অনেক জায়গাতেই কার্যত জয়োৎসব শুরু করে দিয়েছেন বিজেপি-শিবসেনা জোটের কর্মী-সমর্থকরা। তবে হরিয়ানায় দুই দলই কিছুটা সংযত। মহারাষ্ট্রের ২৮৮টি আসনে প্রার্থী ৩২,২৩৯ জন। হরিয়ানার আসন সংখ্যা ৯০, প্রার্থী ১১৬৯ জন। সকাল আটটা থেকে চলছে ভোটগণনা। অন্য দিকে, এ দিনই ১৮ রাজ্যের ৬৪টি বিধানসভা কেন্দ্র এবং দু’টি লোকসভা কেন্দ্রে উপনির্বাচনের ভোটগণনাও এক সঙ্গে চলবে। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×