ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মর্গে লাশ দেখে কান্নায় ভেঙ্গে পড়েছেন স্বজনরা

প্রকাশিত: ১১:৪৩, ২৪ এপ্রিল ২০১৯

মর্গে লাশ দেখে কান্নায় ভেঙ্গে পড়েছেন স্বজনরা

শ্রীলঙ্কায় ইস্টার হত্যাযজ্ঞে নিহতদের মৃতদেহের ভয়াবহ চিত্র দেখে বিক্ষিপ্তচিত্ত আত্মীয়স্বজনদের কেউ কেউ তাদের চোখ বন্ধ করে ফেলেছেন, কেউ অশ্রুবর্ষণে ভেঙ্গে পড়েছেন। মৃতদেহের এ ভয়াবহ চিত্র সোমবার কলম্বোর একটি মর্গে নিহতদের আত্মীয়স্বজনদের সামনে একটি পর্দায় প্রক্ষেপণ করা হচ্ছিল। খবর এএফপির। মৃতদেহের ছবিগুলোর কোন কোনটি দেখে মানসিক অবস্থা বিক্ষিপ্ত হয়ে ওঠেছে। মৃতদেহগুলোর মুখমণ্ডল চূর্ণবিচূর্ণ হয়ে গেছে এবং মৃতদেহগুলো দেখা যায় অঙ্গ-প্রত্যক্ষহীন। একজন রোমান ক্যাথলিক যাজক ও একজন বৌদ্ধভিক্ষু মধ্যবর্তী ব্যক্তি হিসেবে প্রাঙ্গণের এক প্রান্তে প্রতীক্ষা করছেন শনাক্তকারীদের সহযোগিতার জন্য। প্রায় উপস্থিত একশ দর্শকদের মধ্যে একজন তার মা, ভাই ও সন্তানকে যখন শনাক্ত করছিলেন তখন যাজক ও বৌদ্ধভিক্ষু তাদের সহযোগিতায় এগিয়ে আসেন। তিন গির্জা ও তিন বিলাসবহুল হোটেলে আত্মঘাতী হামলায় নিহতদের অনেকের মৃতদেহ সরকারী মর্গে রাখা হয়েছে এবং আত্মীয়স্বজনরাও হৃদয়বিদারক শনাক্তকরণ স্লাইডশো দেখার জন্য সারিবদ্ধ হয়ে আছেন প্রচ- গরম উপেক্ষা করে। আত্মীয়স্বজনরা মর্গ প্রাঙ্গণের এক প্রান্তে প্রদর্শিত চিত্র দেখে মৃতদেহ শনাক্ত করার পর সোমবার ভোরে ১৮ মৃতদেহ হস্তান্তর করা হয়। মৃতদেহ শনাক্তকরণ শারীরিক ও মানসিক দিক থেকে এক কষ্টসহিষ্ণু বিষয়।
×