ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পদত্যাগ করছেন মরিশাসের প্রেসিডেন্ট

প্রকাশিত: ০৪:২১, ১৯ মার্চ ২০১৮

পদত্যাগ করছেন মরিশাসের প্রেসিডেন্ট

আর্থিক কেলেঙ্কারির অভিযোগে প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধের পর মরিশাসের প্রেসিডেন্ট আমিনা গুরিব-ফাকিম পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সাংবিধানিক সঙ্কট এড়াতে তিনি পদটি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে শনিবার তার আইনজীবী ইউসুফ মোহামেদ স্থানীয় রেডিওকে জানিয়েছেন। এনডিটিভি। আমিনার আইনজীবী বলেন, দেশ ভুক্তভোগী হোক তা চান না বলেই তিনি সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। স্থানীয় এল এক্সপ্রেস পত্রিকায় আন্তর্জাতিক একটি বেসরকারী সংস্থার ক্রেডিট কার্ড ব্যবহার করে আমিনা ইতালি ও দুবাই থেকে গহনা ও পোশাক কিনেছেন, এমন সংবাদ প্রকাশের পর থেকে তার ওপর পদত্যাগের চাপ বাড়তে থাকে। আর্থিক কেলেঙ্কারির ঘটনায় তিরস্কার জানিয়ে প্রধানমন্ত্রী প্রভিন্দ জুগনাথও প্রেসিডেন্টকে পদত্যাগের আহ্বান জানান। বুধবার আমিনা এ আহ্বান প্রত্যাখ্যান করেন। তিনি কোন ধরনের অন্যায় করার কথা অস্বীকার করেন। বিষয়টি আদালতে চ্যালেঞ্জ করতে রাজি আছেন বলেও তিনি দাবি করেন। অব্যাহত চাপের মুখে শনিবার তার পদত্যাগের ঘোষণা আসে। পার্লামেন্টের স্পীকারের কাছে আমিনা তার পদত্যাগপত্র পাঠিয়েছেন এবং ২৩ মার্চ অফিস ছাড়বেন বলে তার আইনজীবী ইউসুফ জানিয়েছেন। ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত আফ্রিকার দেশ মরিশাসকে আফ্রিকা ও এশিয়ার সংযোগস্থল হিসেবে বিবেচনা করা হয়। আমিনা আফ্রিকা মহাদেশের একমাত্র নারী রাষ্ট্রপ্রধান ছিলেন।
×