দক্ষিণ চীন সাগরে চালকহীন জাহাজ নিয়ে গবেষণার জন্য বিশ্বের সবচেয়ে বড় গবেষণাকেন্দ্র নির্মাণ করবে বেজিং। গোলযোগপূর্ণ এ অঞ্চলে নিজ উপস্থিতি জোরদারের করার লক্ষ্যে এটি তৈরি করা হচ্ছে। ওয়ানশান মেরিন টেস্ট ফিল্ড নামের এ কেন্দ্রটি দক্ষিণ চীন সাগরের অন্যতম একটি প্রবেশ মুখে তৈরি করা হবে। দক্ষিণাঞ্চলীয় চীনা প্রদেশ গুয়ানডংয়ের জুহাইয়ের কাছে তিনশ’ বর্গ মাইলজুড়ে এটি নির্মিত হবে। -সাউথ চায়না মর্নিং পোস্ট
কাঠের গগণচুম্বী অট্টালিকা
জাপানের একটি কোম্পানি ২০৪১ সালে তাদের ৩৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী স্মরণীয় করে রাখতে কাঠের তৈরি বিশ্বের সবচেয়ে উঁচু গগণচুম্বী অট্টালিকা নির্মাণের পরিকল্পনা করছে। সুমিতমো ফরেস্ট্রি বলেছে, ৭০ তলা বিশিষ্ট টাওয়ারে ১০ শতাংশে স্টিল ব্যবহৃত হবে এবং বাকি অংশে প্রায় এক লাখ ৮০ হাজার ঘন মিটার দেশীয় কাঠ ব্যবহার করা হবে। এতে থাকবে ৮ হাজার বাড়ি। প্রত্যেক লেভেলের ব্যালকনিতে থাকবে গাছ ও বৃক্ষপত্রাবলী। -বিবিসি
চালকহীন জাহাজের গবেষণাকেন্দ্র
প্রকাশিত: ০৩:৫২, ২১ ফেব্রুয়ারি ২০১৮
শীর্ষ সংবাদ: