
ছবি: সংগৃহীত
গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে সাম্প্রতিক যুদ্ধবিরতির আলোচনায় ইতিবাচক ভূমিকা রাখার কথা জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস। এক বিবৃতিতে তারা জানিয়েছে, চলমান আলোচনা সফল করতে আন্দোলনটি প্রয়োজনীয় নমনীয়তা প্রদর্শন করছে এবং ১০ বন্দিমুক্তিতে সম্মত হয়েছে।
তবে হামাস বলছে, আলোচনায় এখনো কয়েকটি মূল ইস্যুতে আলোচনা চলছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি বিষয় হলো— গাজায় মানবিক সাহায্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা, ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার এবং একটি স্থায়ী যুদ্ধবিরতির জন্য বিশ্বাসযোগ্য আন্তর্জাতিক গ্যারান্টি প্রদান।
হামাস বলেছে, “আমাদের জনগণের ওপর আগ্রাসন বন্ধের লক্ষ্যে চলমান প্রচেষ্টাকে সফল করার প্রতিশ্রুতি রক্ষা করে আমরা প্রয়োজনীয় নমনীয়তা দেখিয়েছি।”
তবে তারা একথাও স্বীকার করেছে যে, ইসরায়েলের ‘অবজ্ঞাপূর্ণ মনোভাব’ আলোচনাকে কঠিন করে তুলছে। তা সত্ত্বেও হামাস বলছে, মধ্যস্থতাকারীদের সঙ্গে তারা “দৃঢ়ভাবে এবং ইতিবাচক চেতনায়” কাজ করে যাচ্ছে।
চলমান এই আলোচনা মধ্যপ্রাচ্যে যুদ্ধের ইতি টানতে পারে বলে আশাবাদ ব্যক্ত করছেন বিশ্লেষকরা। তবে ইসরায়েলি পক্ষ থেকে এখনো চূড়ান্ত কোনো প্রতিশ্রুতি না আসায় আলোচনার ভবিষ্যৎ অনিশ্চিত থেকে যাচ্ছে।
শেখ ফরিদ