ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

নেতানিয়াহুকে চাপ দিতে ব্যর্থ ট্রাম্প, গাজা অবরোধ শিথিলেও নেই অগ্রগতি

প্রকাশিত: ০৮:০৫, ১৬ মে ২০২৫

নেতানিয়াহুকে চাপ দিতে ব্যর্থ ট্রাম্প, গাজা অবরোধ শিথিলেও নেই অগ্রগতি

ছবি আলজাজিরা

গাজায় মানবিক বিপর্যয়ের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবস্থান নিয়ে কড়া সমালোচনা করেছেন আল জাজিরার জ্যেষ্ঠ রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশারা। তিনি বলেন, গাজায় শিশুদের জীবন নিয়ে এখন রাজনৈতিক খেলা চলছে।

সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গাজা সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও বিশারা বলেন, এই সহায়তা ইস্যুটা মোটেও জটিল নয়।

তিনি আরও বলেন, ইসরায়েলি বিরোধী দলীয় নেতা ইয়াইর লাপিদ আজই প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে এসে স্পষ্ট বলেছেন—নেতানিয়াহুই যুদ্ধবিরতি কিংবা ত্রাণ সহায়তা প্রবেশে মূল বাধা। বিষয়টি পরিষ্কার।

বিশারা অভিযোগ করেন, ট্রাম্প প্রশাসন বারবার নেতানিয়াহুকে অজুহাত দেওয়ার সুযোগ করে দিচ্ছে এবং গাজা পরিস্থিতি নিয়ে রাজনীতি করছে। তিনি জাতিসংঘের এক বিকল্প ত্রাণ বিতরণ পরিকল্পনার কথা উল্লেখ করেন, যা জাতিসংঘ ও বিভিন্ন মানবিক সংস্থা প্রত্যাখ্যান করেছে।

তিনি জোর দিয়ে বলেন, বিষয়টা খুব সহজ—সীমান্ত খুলে দিন, ট্রাকগুলো ঢুকতে দিন। এর বেশি কিছু লাগবে না।

বর্তমানে গাজা সীমান্তে সহায়তা আটকে আছে এবং খাদ্য সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে, যেখানে হাজারো শিশু অনাহারে দিন কাটাচ্ছে।

এসএফ 

×