ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

জুমার পর জবি শিক্ষক-শিক্ষার্থীদের গণঅনশনের ঘোষণা

প্রকাশিত: ১০:৪৮, ১৬ মে ২০২৫

জুমার পর জবি শিক্ষক-শিক্ষার্থীদের গণঅনশনের ঘোষণা

ছবি: সংগৃহীত।

চার দফা দাবিতে টানা দ্বিতীয় দিন অবস্থান কর্মসূচি পালন শেষে আশানুরূপ সাড়া না পাওয়ায় এবার গণঅনশন কর্মসূচির ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা।

শুক্রবার (১৭ মে) জুমার নামাজের পর রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থিত মসজিদের সামনে এই গণঅনশন শুরু করবেন তারা। আন্দোলনকারীরা জানিয়েছেন, তাদের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরাও এই কর্মসূচিতে অংশ নেবেন।

আন্দোলনকারীদের দাবিগুলোর মধ্যে রয়েছে—পূর্ণাঙ্গ বাজেট কাঠামো অনুমোদন, বিশ্ববিদ্যালয়ে আবাসন সুবিধা নিশ্চিত করা, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বৃত্তি কার্যক্রম পুনরায় চালু এবং দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্প বাস্তবায়ন।

এই দাবিগুলোর ভিত্তিতেই বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রশাসন অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে। তবে শিক্ষার্থীরা জানিয়েছেন, কেবলমাত্র দাবির বাস্তবায়ন হলেই তারা আন্দোলন থেকে সরে আসবেন; কোনো আশ্বাসে নয়।

এদিকে, গত বুধবার আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন আন্দোলনকারীরা। তারা বলেন, “আমাদের আন্দোলনের লক্ষ্য জনদুর্ভোগ সৃষ্টি নয়, বরং শিক্ষা ও ছাত্র-অধিকার আদায়। সরকার আন্তরিক হলে কোনো বিশৃঙ্খলা হতো না। আমরা শান্তিপূর্ণভাবে নিজেদের ন্যায্য দাবি আদায়ের চেষ্টা করছি।”

নুসরাত

×