ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ২

শামীম রায়হান,দাউদকান্দি

প্রকাশিত: ১০:৫৩, ১৬ মে ২০২৫

যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ২

ছবি: জনকন্ঠ

কুমিল্লার দাউদকান্দি উপজেলার জিংলাতলী ইউনিয়নের চান্দেরচর গ্রামে মাদকবিরোধী অভিযানে গাঁজা ইয়াবাসহ একাধিক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী৷

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেনদাউদকান্দি মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) জুনায়েত চৌধুরী৷

গ্রেপ্তারকৃতরা চান্দেরচর গ্রামের মৃত মো. শাহআলম মিয়ার ছেলে মো. নাজমুল হাসান (৩৫), একই গ্রামের মৃত আবুল হাসেম মেম্বারের ছেলে মো. শরীফুল ইসলাম (৪৬)

শুক্রবার (১৬ মে) দুপুরে গ্রেপ্তারকৃত দুজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে৷

বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায় উপজেলার চান্দেরচর গ্রামের একটি দোচালা কাঁচা ঘরে মাদক সেবনের সময় মো. নাজমুল হাসান মো.শরীফুল ইসলামকে হাতে-নাতে আটক করে যৌথ বাহিনী৷ সময় তাদের কাছ থেকে গাঁজা ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ওসি জুনায়েত চৌধুরী জানান,গ্রেপ্তারকৃত নাজমুল হাসান দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত এবং তিনি বিদেশি মদের বড় ডিলার হিসেবে পরিচিত। তার সহযোগী মো.শরীফুল ইসলাম আশপাশের অন্তত দুটি থানায় নিয়মিত মাদক সরবরাহ করেন৷ তাদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে এবং নতুন করে আরও একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মুমু

×