
সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও আগামীকাল শনিবার (১৭ মে) খোলা থাকছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। পুঁজিবাজারে চলবে লেনদেন। ঈদের দীর্ঘ ছুটি বিবেচনায় নিয়ে আগামীকাল এবং ২৪ মে তেও চলবে ব্যাংক ও পুঁজিবাজারের কার্যক্রম।
আগামীকাল খোলা থাকবে সকল সরকারি অফিস। সরকার এবারের ঈদে ১০ দিন ছুটি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য আগামীকাল এবং এর পরের শনিবার অফিস খোলা রাখা হচ্ছে। এদিকে ঈদের পর ১১ ও ১২ জুন খোলা থাকবে বন্দর ও কাস্টমস এলাকার ব্যাংকিং কার্যক্রম। ব্যাংকাররা বলছেন, দীর্ঘ ছুটির কারণে যাতে ব্যবসা বাণিজ্যে কোনো প্রভাব না পড়ে সেজন্য চালু থাকছে ব্যাংকিং কার্যক্রম।
মুমু