
ছবিঃ সংগৃহীত
ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ ১৮ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। শীঘ্রই উভয় দেশের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস (ডিজিএমও) বৈঠকে বসবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্রগুলো।
সূত্র অনুযায়ী, এই বৈঠকে সীমান্ত পরিস্থিতি পর্যালোচনা করবেন উভয় দেশের সামরিক কর্মকর্তারা।
এ সিদ্ধান্ত এসেছে এমন এক সময়ে, যখন ভারত ও পাকিস্তান দুই দেশই নিয়ন্ত্রণ রেখা (এলওসি) ও সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা উচ্চ সতর্কাবস্থাকে ধীরে ধীরে কমানোর লক্ষ্যে আস্থা গঠনের পদক্ষেপ অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে। ১০ মে ২০২৫ তারিখে দুই ডিজিএমও’র মধ্যে হওয়া সমঝোতার ভিত্তিতে ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, “আস্থা গঠনের পদক্ষেপগুলো অব্যাহত থাকবে যাতে সতর্কতার মাত্রা হ্রাস করা যায়। পরিস্থিতি যেমনই বিকশিত হোক, আপনাদের জানানো হবে।”
উল্লেখ্য, ১০ মে ভারত ও পাকিস্তান চার দিনব্যাপী সীমান্তে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর একটি সমঝোতায় পৌঁছে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেয়।
ভারতের ‘অপারেশন সিঁদুর’ অভিযান শুরু হয় ৭ ও ৮ মে মধ্যরাতে, যেখানে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এই প্রতিক্রিয়াটি আসে ২২ এপ্রিল পাহেলগামের সন্ত্রাসী হামলার জবাবে, যেখানে ২৬ জন নিহত হয়।
জবাবে পাকিস্তান ভারতের বেসামরিক ও সামরিক স্থাপনাগুলোর উপর ড্রোন ও রকেট হামলা চালায়।
পাল্টা জবাবে ভারত পাকিস্তানের একাধিক বিমানঘাঁটি ও গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলা চালায় এবং পাকিস্তান থেকে ছোড়া বেশ কিছু ড্রোন ও রকেট ধ্বংস করে।
১০ মে, উভয় দেশ স্থল, আকাশ ও সমুদ্রপথে সব ধরনের হামলা ও গোলাগুলি তাৎক্ষণিকভাবে বন্ধে একমত হয়। তবে চুক্তি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তান যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে।
সূত্র: এনডিটিভি
মুমু