ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খরা ভেঙ্গেছে ৭০ বছরের রেকর্ড ॥ ইতালিতে জরুরী অবস্থা জারি

খবর বিবিসির

প্রকাশিত: ২১:০৬, ৫ জুলাই ২০২২

খরা ভেঙ্গেছে ৭০ বছরের রেকর্ড ॥ ইতালিতে জরুরী অবস্থা জারি

জরুরী অবস্থা জারি

ভয়াবহ খরা দেখা দেয়ায় উত্তর ইতালির ৫ অঞ্চলে জরুরী অবস্থা জারি করেছে দেশটির সরকারদেশটির আবহাওয়া দফতর থেকে বলা হয়েছে, গ্রীষ্মের মাঝামাঝি এই সময়ে উত্তরাঞ্চলে খরার যে তেজ দেখা যাচ্ছে, তা গত ৭০ বছরের মধ্যে সর্বোচ্চখবর বিবিসির

ভূমধ্যসাগরীয় জলবায়ুর দেশ ইতালিতে শীত ও বসন্তকালে বৃষ্টিপাত হয়, গ্রীষ্মকাল থাকে শুষ্ককিন্তু গত শীত ও বসন্তে দেশটির উত্তরাঞ্চলে উষ্ণ আবহাওয়া ও রেকর্ড পরিমাণ কম বৃষ্টিপাত হওয়ায় চলতি গ্রীষ্মের শুরু থেকেই শুরু হয়েছে খরাবিপর্যয় এড়াতে মঙ্গলবার এক বিজ্ঞপ্তি জারির মাধ্যমে জরুরী অবস্থা জারি করেছে সরকারসরকারী বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খরায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে এমিলিয়া-রোমাগনা, ফ্রিউলি ভেনেজিয়া গিউলিয়া, লম্বার্দি, পিয়েদমন্ড এবং ভেনেটোড় এই পাঁচ এলাকা

তীব্র পানি সঙ্কট চলতে থাকায় এই ৫ এলাকার বাসিন্দাদের পানি সরবরাহের জন্য ৩ কোটি ৬৫ লাখ ইউরো সরকারের পক্ষ থেকে বরাদ্দ দেয়া হয়েছেইতোমধ্যে এই পাঁচ অঞ্চলের পৌরসভাসমূহের বাসিন্দাদের রেশনিং ভিত্তিতে পানি সরবরাহের ঘোষণা দিয়েছে আঞ্চলিক কর্তৃপক্ষইতালির কৃষক ও কৃষিশ্রমিকদের সংগঠন কলডিরেট্টির নেতারা বিবিসিকে জানিয়েছেন, খরার কারণে চলতি বছর ইতালির মোট কৃষি উপাদন ৩০ শতাংশেরও বেশি ব্যাহত হবেসরকারী বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘খরাজনিত অত্যধিক বিপর্যয় এড়াতে জরুরী অবস্থা জারি করা হলো

উপস্থিত এই দুর্যোগ মোকাবেলায় সরকার সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছেশীঘ্রই যদি পরিস্থিতির উন্নতি না হয়, সে ক্ষেত্রে দুর্যোগ মোকাবেলায় সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জনানো হয়ইতালির দীর্ঘতম নদীর নাম পোউত্তরাঞ্চল থেকে পূর্বাঞ্চলে প্রবাহিত হওয়া এই নদী সাড়ে ছয়শকিলোমিটারেরও বেশি দীর্ঘ

×