ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা

ইউক্রেনে মিসাইল হামলায় নিহত ২১

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০:৪০, ২ জুলাই ২০২২

ইউক্রেনে মিসাইল হামলায় নিহত ২১

রুশ বাহিনীর মিসাইল হামলা

ইউক্রেনের দক্ষিণ ওডেসা অঞ্চলে রুশ বাহিনীর মিসাইল হামলায় এক শিশুসহ ২১ জন মারা মারা গেছে বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা

রাষ্ট্রীয় জরুরি সেবা সংস্থা ডিএসএনএস বলছে, সেরহিয়িভকা গ্রামের একটি নয় তলা ভবনে মিসাইল হামলাতেই ১৬ জন মারা গেছেন ওই গ্রামেরই একটি হলিডে রিসোর্টে আরেক মিসাইল হামলায় শিশুসহ বাকি পাঁচজন মারা যায়

গত কয়েকদিনে ইউক্রেনের শহরগুলোতে বহু মিসাইল হামলা করেছে রাশিয়া তবে রুশ বাহিনী বেসামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ চালাচ্ছে - এমন অভিযোগ শুক্রবার আরেক দফা অস্বীকার করেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ

সেরহিয়িভকা গ্রামের বাসিন্দা, ৬০ বছর বয়সী ইউলিয়া বন্ডার বলেন, আমরা তিনটি বিস্ফোরণের শব্দ শুনেছি এখন দেখা যাচ্ছে বিনোদন কেন্দ্রটির কিছুই আর অবশিষ্ট নেই এটা খুবই শান্ত একটা গ্রাম আমরা কখনো চিন্তা করিনি যে এরকম হতে পারে

ডিএসএনএস জানিয়েছে, শুক্রবার মধ্যরাত একটার দিকে সেরহিয়িভকা গ্রামে মিসাইল হামলা হয়

ডিএসএনএসের একজন মুখপাত্র, মারিনা মার্টিনেঙ্কো, ইউক্রেনিয়ান টিভিকে জানান যে মিসাইল হামলার পর ভবনটির কাছের একটি দোকানেও আগুন জ্বালিয়ে দেয়া হয় পরে দমকলকর্মীরা ওই আগুন নিয়ন্ত্রণে আনে ওই ভবনটিতে অন্তত দেড়শো মানুষ থাকতো বলে ধারণা করা হচ্ছে

ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, রাশিয়ার যুদ্ধ বিমান থেকে তিনটি মিসাইল নিক্ষেপ করা হয়

ওডেসার আঞ্চলিক প্রশাসনের মুখপাত্র সেরহি ব্রাটচুক ধারণা প্রকাশ করেন, রুশ বাহিনী সোভিয়েত আমলের এক্স-২২ মিসাইল ব্যবহার করেছে

শহরের মেয়র গেনাডি ত্রুখানভ জানান, সেরহিয়িকভার কাছে কোনো সেনা স্থাপনা বা বরঅডার স্টেশন নেই, তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এর বিপরীত দাবি করছে

ওডেসার মানুষ আরো রুশ হামলার ভয়ে আতঙ্কে দিনযাপন করছে বলে মন্তব্য করেন মেয়র ত্রুখানভ

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রধান কর্মকর্তা আন্দ্রিই ইয়েরমাক মন্তব্য করেছেন যে রাশিয়া 'সন্ত্রাসী রাষ্ট্র' মত আচরণ করছে

তিনি বলেন, যুদ্ধক্ষেত্রে হারের জবাবে তারা বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধ করা শুরু করেছে

রাশিয়া এই মুহূর্তে ইউক্রেনের পূর্বাঞ্চলে যুদ্ধের দিকে মনোনিবেশ করলেও দেশটির সব অঞ্চলে মিসাইল হামলা অব্যাহত রেখেছে

বিবিসি' প্রতিরক্ষা বিষয়ক সংবাদদাতা জোনাথন বিয়েল মনে করেন, রাশিয়া শুধুমাত্র সেনা স্থাপনা ঘাঁটিতে হামলা করছে বলে দাবি করলেও মাঝেমধ্যেই হামলার শিকার হচ্ছে বেসামরিক আবাসস্থল

সূত্র: বিবিসি

 

×