ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৮ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১

সোয়া দুই লাখ বিদ্যুৎবিহীন 

নিউজিল্যান্ডে ঘূর্ণিঝড় জরুরি অবস্থা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:২৮, ১৪ ফেব্রুয়ারি ২০২৩

নিউজিল্যান্ডে ঘূর্ণিঝড় জরুরি অবস্থা ঘোষণা

নিউজিল্যান্ডে ঝড়ে উপড়ে গেছে বহু গাছ

ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের প্রভাবে ব্যাপক বন্যা, ভূমিধস ও সাগর ফুলেফেঁপে ওঠায় জরুরি অবস্থা জারি করেছে নিউজিল্যান্ড। দেশটির ইতিহাসে এই নিয়ে মাত্র তৃতীয়বারের মতো জরুরি অবস্থা ঘোষণা করা হলো। মঙ্গলবার শেষ খবর পর্যন্ত প্রায় ২ লাখ ২৫ হাজার মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় ছিল। বন্যার কারণে বহু লোককে তাদের ঘরবাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে, অনেক বাড়ির ছাদে আশ্রয় নিয়ে সেখানেই আটকা পড়ে আছেন।

জরুরি অবস্থা ঘোষণার পর নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স বলেছেন, নিউজিল্যান্ডবাসীর জন্য এটি একটি দীর্ঘ রাত হয়েছে, বিশেষভাবে নর্থ আইল্যান্ডের উপরের দিকের বাসিন্দাদের জন্য; সেখানে বহু পরিবার ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে, বহু বাড়ি বিদ্যুৎবিহীন অবস্থায় আছে, পুরো দেশজুড়েই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।-খবর বিবিসির।
মঙ্গলবার স্থানীয় সময় বিকাল ৩টায় গ্যাব্রিয়েল অকল্যান্ড থেকে দক্ষিণপূর্ব দিকে প্রায় ১৬০ কিলোমিটার দূরে নর্থ আইল্যান্ডের পূর্ব উপকূলের কাছে অবস্থান করছিল।

×