ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৯ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

 কুয়ালালামপুর বিমানবন্দরে ৪ বাংলাদেশি আটক, কী কারণে?

প্রকাশিত: ০৯:৩৫, ৯ আগস্ট ২০২৫

 কুয়ালালামপুর বিমানবন্দরে ৪ বাংলাদেশি আটক, কী কারণে?

ছবি: সংগৃহীত

প্রায় ১ লাখ ৮৭ হাজার রিঙ্গিত মূল্যের সোনা ও স্মার্টফোন চোরাচালানের অভিযোগে চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে মালয়েশিয়ার বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি (একেপিএস)।

সংস্থাটি জানায়, মঙ্গলবার কেএলআইএ’র টার্মিনাল ১–এ এই অভিযান চালানো হয়। এভিয়েশন সিকিউরিটির সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও প্রোফাইলিংয়ের মাধ্যমে অভিযান সফলভাবে পরিচালনা সম্ভব হয়েছে।

আটককৃতদের কাছ থেকে প্রায় ১ লাখ ৬০ হাজার রিঙ্গিত মূল্যের তিনটি স্বর্ণালঙ্কার, বিভিন্ন ব্র্যান্ডের ১২টি স্মার্টফোন (মূল্য ২২ হাজার ৭০০ রিঙ্গিত), নগদ ৫ হাজার ৪২.১০ রিঙ্গিত এবং পাঁচটি বাংলাদেশি পাসপোর্ট জব্দ করা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে তিনজন বৈধ পাস বা পারমিট ছাড়া মালয়েশিয়ায় প্রবেশ ও অবস্থান করছিলেন, যা ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর অধীনে ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩–এর ধারা ৩৯(বি) অনুযায়ী অপরাধমূলক কাজ।

পুলিশে মামলা দায়েরের পর তাদেরকে সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট ডিভিশনের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখানে গ্রেপ্তারকৃতদের বিষয়ে পরবর্তী তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


 

তাসমিম

×