ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফের ৩৬ উপগ্রহ প্রেরণ

প্রকাশিত: ২১:০০, ২৬ মার্চ ২০২৩

ফের ৩৬ উপগ্রহ প্রেরণ

.

ফের একসঙ্গে ৩৬টি উপগ্রহ মহাকাশে প্রেরণ করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। রবিবার সকাল নয়টায় অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হয় এলভিএম-থ্রি রকেট। ওই রকেটই মহাশূন্যে পৌঁছে দেবে উপগ্রহগুলোকে। এলভিএম-থ্রি রকেটের দৈর্ঘ্য ৪৩. মিটার। ওজন ৬৪৩ টন। রকেটটি তিনটি পর্যায়ে বিভক্ত। তার বয়ে নিয়ে যাওয়া এই ৩৬টি উপগ্রহ মার্কিন কোম্পানি ওয়ানওয়েবের। সম্প্রতি একসঙ্গে ৩৬টি উপগ্রহ মহাকাশে পাঠিয়েছিল ইসরো। -এনডিটিভি

×