ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আগামী সপ্তাহে ফিরছেন গোতাবায়া

শ্রীলঙ্কায় জরুরী অবস্থার মেয়াদ বাড়ছে না

খবর সিলন টুডের

প্রকাশিত: ২১:১১, ১৭ আগস্ট ২০২২

শ্রীলঙ্কায় জরুরী অবস্থার মেয়াদ বাড়ছে না

গোতাবায়া রাজাপাকসে

শ্রীলঙ্কায় গত মাসের মাঝামাঝি জারি করা জরুরী অবস্থা চলতি সপ্তাহের পর আর থাকছে না বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট দফতরস্বাধীনতার পর সবচেয়ে বাজে অর্থনৈতিক সঙ্কটের প্রতিবাদে চলা বিক্ষোভ স্তিমিত হয়ে আসার পরিস্থিতিতে মঙ্গলবার দফতরটি এ কথা জানায়খবর সিলন টুডের

জ্বালানি, খাদ্য ও ওষুধের তীব্র সঙ্কটের কারণে কয়েক মাসের তুমুল বিক্ষোভ ও সহিংসতার মধ্যে পূর্বসূরি গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালানোর পর গত ২০ জুলাই শ্রীলঙ্কার আইনপ্রণেতারা রনিল বিক্রমাসিংহেকে নতুন প্রেসিডেন্ট বানানছয়বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা বিক্রমাসিংহে অবশ্য ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট থাকাকালেই গত ১৮ জুলাই জরুরী অবস্থা জারি করেছিলেনসাত দশকেরও বেশি সময়ের মধ্যে দেশের সবচেয়ে বাজে অর্থনৈতিক পরিস্থিতি থেকে মুক্তি চেয়ে লাখো বিক্ষোভকারী বিভিন্ন সরকারী ভবনে হানা দিলে তাকে ওই জরুরী অবস্থা জারি করতে হয়েছিল

চলতি সপ্তাহেই জরুরী অবস্থা শেষ হচ্ছে, রাজধানী কলম্বোতে এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট বিক্রমাসিংহে এমনটাই বলেছেন বলে তাকে উদ্ধৃত করে জানিয়েছে তার দফতরতিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বেইলআউটের আলোচনা এগিয়ে নিতে শান্তি ও রাজনৈতিক দলগুলোর সহায়তাও চেয়েছেন

এদিকে, ব্যাপক গণবিক্ষোভের মুখে দেশত্যাগ করা শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে আগামী সপ্তাহে দেশে ফিরবেনরাজাপাকসের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রাশিয়ায় নিযুক্ত শ্রীলঙ্কার সাবেক রাষ্ট্রদূত উদয়ঙ্গা ওয়েরাতুঙ্গা এ তথ্য জানিয়েছেনবুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যমসাবেক রাষ্ট্রদূত উদয়ঙ্গা ওয়েরাতুঙ্গা নিউজফার্স্টকে জানিয়েছেন, আগামী ২৪ আগস্ট রাজাপাকসে শ্রীলঙ্কায় পৌঁছাবেন

×